তাসকিনের ঘূর্ণিতে আঘাত প্রাপ্ত
প্রথম ওভারেই আঘাত
বাদ যাবেন কেন তাসকিন
প্রকাশ : ০২ নভেম্বর ২০২১, ১৮:০১
সাইফুল ইসলাম তালুকদার
মেহেদী হাসান ফিরতি ক্যাচ দেওয়ার পর নাসুম আহমেদ হয়েছেন হিট-উইকেট। বাংলাদেশ গুটিয়ে গেছে ৮৪ রানেই। টি-টোয়েন্টিতে নিজেদের সর্বনিম্ন ৭০ রানের স্কোর পেরোতে পেরেছে বাংলাদেশ, এমন দিনে হয়তো সান্ত্বনা সেটাই।
টসে হেরে ব্যাটিংয়ে নেমে রাবাদার গতির তোপে পড়েছিল বাংলাদেশ। এরপর তাব্রেইজ শামসির ঘূর্ণি সামলাতে পারেনি তারা। নর্কিয়াও হাজির হয়েছেন গতি নিয়ে।
পাওয়ারপ্লেতেই পথ হারিয়ে ইনিংসের মাঝের ওভারগুলোতেও সুবিধা করতে পারেনি বাংলাদেশ। শেষদিকে ২৫ বলে ২৭ রানের ইনিংস খেলেছেন মেহেদী, বাংলাদেশ ইনিংসে সর্বোচ্চ সেটাই। ইনিংসের সর্বোচ্চ জুটিটি ২২ রানের।