প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২১, ২০:৩৭
হাজী ইদ্রিস মুন্সি শিশু সনদ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন

চাঁদপুর জেলার কচুয়া উপজেলার ৯ নং ইউনিয়নের নলুয়া গ্রামে অবস্থিত হাজী ইদ্রিস মুন্সি শিশু সনদ ও এতিমখানার নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০ টায় এতিমখানার নিজস্ব ক্যাম্পাসে ভিত্তিপ্রস্তর অনুষ্ঠান সম্পন্ন হয়। পাশাপাশি এতিমখানা থেকে পবিত্র কোরআন শরীফের হেফজ সম্পন্নকারীদের পাগড়ি প্রদান করা হয়।
অনুষ্ঠানটি প্রতিষ্ঠানের সভাপতি ইঞ্জিনিয়ার এ কে এম আব্দুল মোতালেব এর সভাপতিত্ত্বে প্রধান অতিথি ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীনউদ্দীন খাঁন আলমগীর এমপি। অতিথিদের মধ্যে ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও জানিপপের চেয়ারম্যান ড. নাজমুল আহসান কলিমুল্লাহসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃত্ববৃন্দ।