প্রকাশ : ১০ নভেম্বর ২০২১, ১০:১৬
শিক্ষকদের কথা
তৃতীয় শ্রেনীর শিক্ষকেরা প্রথম শ্রেনীর মানুষ তৈরি করে

শিক্ষকতা একটি মহান পেশা। টাকাপয়সা, পদ-পদবির বাহার কোনোটা দিয়ে এই মহৎ পেশা, কাজটিকে ছোট করে দেখার সুযোগ নেই। পড়ালেখা করেছি বিধায় মনের তাগিদে, দায়িত্ব মনে করেছি মানুষকে জ্ঞানদান করা আবশ্যক। আলোকিত মানুষ তৈরি করা সামাজিক দায়বদ্ধতা, রাষ্ট্রীয় দায়িত্ব।
দেশকে সুশিক্ষিত জাতি উপহার দেওয়া মানে উন্নত দেশ গড়া। কখনোই মাথাব্যথা ছিল না শিক্ষকতা পেশা দেশের সংবিধান অনুযায়ী কোনো গ্রেড আর ক্লাসের হতে পারে। মনের আনন্দে কাজ করেছি। দিনরাত পরিশ্রম করছি সচেতনতায় সুপরিবর্তনের ঢেউ তুলতে। বদলাতে পারছি আপন আলোতে, ছড়াচ্ছি মেধার স্ফুরণ। ভূরি ভূরি সদৃশ্য সফলতা চোখে দেখার মতো। আমাদের হাতে–কলমে শিক্ষা, সন্তানের মতো আদর শাসনে বড় করছি শিক্ষার্থীদের। তারা একসময় আমাদেরও ছাড়িয়ে যাক—এই কামনা। আমাদের হাতেই যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার আর আমলারা তৈরি হয়ে ফার্স্ট ক্লাস হয়, তাহলে আমরা শিক্ষক ওদের মানুষ করে, জায়গামতো পৌঁছে দিয়ে থার্ড ক্লাস হয়ে রইলাম আজন্ম কী জন্য? কী লজ্জা! যখন লিখতে হয় আমরা অভাগা শিক্ষক সেই হিসাবের তালিকায়, চোখে অটোমেটিক জল গড়ায়। সত্যিই এ জাতির লজ্জা থাকা উচিত।